কাতারকে বিশ্বকাপের আয়োজক দেশ বানিয়েও যে কারণে আলোচনার বাইরে মোহাম্মদ বিন হাম্মাম
- আপডেট সময় : ০১:৫০:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২
- / ১৫৯৪ বার পড়া হয়েছে
মধ্যপ্রাচ্যের কাতারে বিশ্বকাপ ফুটবল। এক সময় ছিল কল্পনা। সেই কল্পনাকে বাস্তব করেছে কাতার ফুটবল এসোসিয়েশন ও এশিয়ান ফুটবল কনফেডারেশনের সাবেক সভাপতি মোহাম্মদ বিন হাম্মাম। কাতার ২০২২ বিশ্বকাপের স্বাগতিক হওয়ার পেছনে তার উদ্যোগই ছিল সবচেয়ে বেশি।
নিজ দেশ কাতারে বিশ্বকাপ হচ্ছে অথচ মোহাম্মদ বিন হাম্মামকে দেখা যাচ্ছে না। অনেক বিদেশি সাংবাদিকই হাম্মামের খোজ করছেন। কিন্তু কেউই তার খোঁজ পাচ্ছেন না। কাতারের অনেক সাংবাদিক ও ফুটবল সংশ্লিষ্ট ব্যক্তিকে হাম্মামের বিষয়ে জিজ্ঞেস করলে খানিকটা বিব্রত হন আবার অনেকে বিষয়টি এড়িয়ে যান।
ফুটবলীয় দুর্নীতির কারণে তিনি ফিফা থেকে আজীবনের জন্য বহিষ্কার। এই বহিষ্কারাদেশের পর তিনি আর খেলাধূলার জগতে আসেননি। স্বাভাবিকভাবেই কাতার বিশ্বকাপে হাম্মামকে নিয়ে অনুসন্ধানী সাংবাদিকদের বেশ আগ্রহ ছিল। হাম্মামকে বিশ্বকাপের কোথাও পাওয়া তো যাই-নি বরং কেউ তার সম্পর্কে কিছু বলেনি।
এক যুগ আগে এশিয়ার ফুটবলে হর্তাকর্তা ছিলেন হাম্মাম। শুধু এশিয়া নয় বিশ্ব ফুটবলেও বেশ দাপট ছিল তার। এএফসি সভাপতি হিসেবে ফিফার সহ-সভাপতিও ছিলেন। দক্ষিণ এশিয়ার অনেক কর্মকর্তাই হাম্মামের কোরামে ছিলেন। হাম্মাম নিষিদ্ধের সঙ্গে ভারতের আলবার্তো কোলাসো, নেপালের গণেশ থাপাও নিষিদ্ধ হয়েছেন বিভিন্ন মেয়াদে। নেপাল ফুটবল এসোসিয়েশনের সাবেক সভাপতি গণেশ থাপার সঙ্গে ব্যক্তিগত পর্যায়ে এখনো যোগাযোগ রয়েছে হাম্মামের। সেই গণেশের মাধ্যমে জানা গেল, পরিবার নিয়ে নিভৃতে জীবনযাপন করেন এক সময়ের দাপুটে ফুটবল সংগঠক। সামাজিক অনুষ্ঠানে তেমন আসেন না বিশেষত মিডিয়া এড়িয়ে চলেন।