কানাডার সাচকাচুয়ান প্রদেশে ১৩ জায়গায় ছুরি হামলায় ১০ জন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৫৩:০৪ অপরাহ্ন, সোমবার, ৫ সেপ্টেম্বর ২০২২
- / ১৬০৬ বার পড়া হয়েছে
কানাডার সাচকাচুয়ান প্রদেশে ১৩ জায়গায় ছুরি হামলার ঘটনায় ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। স্থানীয় সময় রোববার এসব ছুরি হামলার ঘটনা ঘটে।
রয়্যাল কানাডা পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন দুই হামলাকারী ডেমিয়েন স্যান্ডারসন ও মাইলস স্যান্ডারসন একটি কালো গাড়িতে করে পালিয়ে গেছে। বিপজ্জনক ওই ব্যক্তিদের ধরতে পুরো প্রদেশে সতর্কতা জারি করে স্থানীয় পুলিশ। সাচকাচুয়ানের প্রতিবেশী দুই প্রদেশ আলবার্টা ও ম্যানিটোবাতেও একই সতর্কতা জারি হয়। সাচকাচুয়ানের দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা রোনডা ব্ল্যাকমোর বলেন, দুই হামলাকারীর সর্বশেষ অবস্থান ও তাঁরা কোথায় যাচ্ছেন তা জানা যায়নি। হামলার নিন্দা জানিয়ে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো টুইটারে লিখেছেন, এ হামলা ভয়ঙ্কর ও দুর্ভাগ্যজনক। নিহতেদের পরিবারের প্রতি সমবেদনা এবং আহতদের সুস্থতা কামনা করেন তিনি।