কারো পক্ষে কাজ করে কাপুরুষতার পরিচয় দিতে চায় না কমিশন : সিইসি
- আপডেট সময় : ০৬:৫৫:৩১ অপরাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩
- / ১৭৩৩ বার পড়া হয়েছে
কাউকে জেতানোর জন্য কাজ করবে-নির্বাচন কমিশন এতোটা কাপুরষ নয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, নির্বাচনী আইন সংশোধন করে ইসির ক্ষমতা কমানো হয়নি। এ নিয়ে অপপ্রচার চলছে। সকালে আগামী নির্বাচন নিয়ে ইসির সংলাপে এসব কথা বলেন সিইসি। আর বর্তমান প্রশাসনের অধীনে সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় জানান নাগরিক সমাজের প্রতিনিধিরা। তারা এবারও আগের দু’টি নির্বাচনের মতো প্রশ্নবিদ্ধ ভোটের আশঙ্কা করছেন।
রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন: প্রত্যাশা ও বাস্তবতা’ শীর্ষক আলোচনা ও পর্যালোচনার আয়োজন করে নির্বাচন কমিশন।
তিন ঘণ্টা সময় ধরে চলা আলোচনায় সাবেক মন্ত্রিপরিষদ সচিব, সাবেক নির্বাচন কমিশনার, স্থানীয় সরকার বিশেষজ্ঞ, সাবেক সচিব, সাবেক রাষ্ট্রদূত, গণমাধ্যম ব্যক্তিত্ব ও নির্বাচন পর্যবেক্ষকরা অংশ নেন।
মুক্ত আলোচনায় অংশ নিয়ে বিশিষ্টজনরা বলেন, অতীতের নির্বাচনগুলো থেকে শিক্ষা নিয়ে আগামী নির্বাচন কেমন করতে চান, তার সিদ্ধান্ত ইসিকেই নিতে হবে।
২০১৪ এবং ১৮র মতো যেনো নির্বাচন না হয়, তার জন্য রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে প্রয়োজনে আইনকানুন পরিবর্তনের সুপারিশ করেন নাগরিক সমাজের প্রতিনিধিরা।
জেলা প্রশাসকের দলীয় বক্তব্য তুলে ধরে প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করার তাগিদ দেন বিশিষ্ট নাগরিকরা। দেশে নির্বাচন নিয়ে ভীতিকর পরিবেশ বিরাজ করছে বলে জানান বিশ্লেষকরা।
স্বাগত বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার বলেন, আরপিওতে নির্বাচন কমিশনের কোনো ক্ষমতা কমানো হয়নি।
সমাপনী বক্তব্যে তিনি বলেন, সঙ্কট নিরসনে রাজনৈতিক নেতৃত্বকে পরিবেশ তৈরি করতে হবে। সরকারের সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতিতে ইসি আশ্বস্ত।
নির্বাচনী সংকট সমাধানে সমঝোতার বিকল্প নেই জানিয়ে, কাজী হাবিবুল আউয়াল বলেন, একটা কঠিন অবস্থায় আছে নির্বাচন কমিশন।