কাপড় ধোয়ার আড়ালে প্রতিদিন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ব্ল্যাকমেইল করে হাতিয়ে নিতেন লাখ লাখ টাকা
- আপডেট সময় : ০২:২৪:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ অগাস্ট ২০২২
- / ১৫৯৪ বার পড়া হয়েছে
পেশায় ধোপা হলেও হোয়াটস আপ এবং ফেসবুক ব্যবহার করে কোটি কোটি টাকার মালিক বনে গেছে ময়মনসিংহের কৃষকের ছেলে আল-আমিন। কাপড় ধোয়ার আড়ালে প্রতিদিন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ব্ল্যাকমেইল করে হাতিয়ে নিতেন লাখ লাখ টাকা। ২৭ বছর বয়সী আল আমিন ৭টি বিয়ে করলেও প্রতারনার কাজে ব্যবহারে করেন অসংখ্য গার্লফ্রেন্ড। নির্মাণ করেছেন ৫ তলা ভবন ও বিভিন্ন স্থাপনা। একাধিক বার পুলিশের হাতে ধরা পড়লেও, জেল থেকে বেরিয়ে ফিরেছেন পুরানো পেশায়।
তথ্য প্রযুক্তির কল্যাণে প্রতারণার কৌশল পরিবর্তন করেছে অসাধু জালিয়াত চক্র। নতুন অবিস্কৃত কায়দায় হোয়াটস অ্যাপ ও ফেসবুকের মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়া ধুরন্ধর এক প্রতারকের সন্ধান পেয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ।
পুরান ঢাকার গেন্ডারিয়ার একটি হাফেজিয়া মাদ্রাসা থেকে পবিত্র কুরআনের ২৫ পারা মুখস্তের পর, ২০১৯ সালে ব্যতিক্রমধর্মী প্রতারনায় জড়িয়ে পড়ে ময়মনসিংহের ত্রিশালের কৃষকের ছেলে–আল আমিন। প্রতারণার কৌশল হিসেবে ব্যবহার করতো আমিন, বেন-ইয়ামিন নাম। প্রতারণার অর্থে ৫ তলা বাড়ী করেছেন। অ্যাকাউন্টে জমিয়েছেন কোটি কোটি টাকা।
ইডেন মহিলা কলেজের প্রভাষক ও মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎকসহ অনেকের কাছ থেকে এই প্রতারকের তথ্য পায় গোয়েন্দা পুলিশ।
অসংখ্য অভিযোগের ভিত্তিতে, মাঠে নামে গোয়েন্দা পুলিশ; গ্রেফতার করে সহযোগীসহ প্রতারক আল আমিনকে।
পুরানো মোবাইল নম্বরের ডিজিজ পাল্টে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের টার্গেট করে নিজেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে, তাৎক্ষনিক চাপ প্রয়োগের মাধ্যমে হাতিয়ে নিতো লাখ লাখ টাকা। গ্রেফতারের পর প্রতারণার কথা স্বীকার করেছে বলে জানান গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার। হারুন অর রশিদ, প্রধান, মহানগর গোয়েন্দা বিভাগ
এমন প্রতারকদের ফাঁদে পা না দেয়ার পরামর্শ দেন মশিউর রহমান।