কাবুলে প্রতিরক্ষামন্ত্রীর বাড়ি লক্ষ্য করে বন্দুকধারীদের হামলা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২৫:৩৯ অপরাহ্ন, বুধবার, ৪ অগাস্ট ২০২১
- / ১৫২৪ বার পড়া হয়েছে
আফগানিস্তানের রাজধানী কাবুলে প্রতিরক্ষামন্ত্রীর বাড়ি লক্ষ্য করে হামলা চালিয়েছে বন্দুকধারীরা। এসময় আফগান সরকারি বাহিনীর সঙ্গে গোলাগুলিতে নিহত হয় ৪ জন ।
স্থানীয় সময় মঙ্গলবার মধ্যরাতে এ হামলা চালানো হয়। তবে হামলার সময় বাড়িতে ছিলেন না প্রতিরক্ষা মন্ত্রী বিসমিল্লাহ খান মোহাম্মদি । বাড়িতে থাকা পরিবারের সদস্যদের অন্যত্র নিরাপদে সরিয়ে নেয়া হয় ঘটনার পরপরই।যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করে বলছে, তালেবানরাই এ হামলা চালিয়েছে। গত তিনদিন ধরে আফগানিস্তানের লস্করগাহ এবং কান্দাহারে আফগান সরকারি বাহিনীর সঙ্গে তালেবানের তীব্র লড়াই চলছে । সহিংস এ হামলা বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিল। গত কয়েকদিন ধরে চলা সংঘর্ষে কমপক্ষে ১৫ বেসামরিক নিহত এবং আরও ১২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে ।