কাবুলের নিয়ন্ত্রণ নেয়ার পর সরকার গঠনের পথে এগোচ্ছে তালেবান
- আপডেট সময় : ০৮:৪৪:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অগাস্ট ২০২১
- / ১৫২৭ বার পড়া হয়েছে
কাবুলের নিয়ন্ত্রণ নেয়ার পর সরকার গঠনের পথে এগোচ্ছে তালেবান। আফগানিস্তান দখলের এক সপ্তাহেরও বেশি সময় পর নতুন দুই মন্ত্রী ও গোয়েন্দা প্রধানের নাম ঘোষণা করেছে বাহিনীটি। তবে দেশটির পূর্ণাঙ্গ মন্ত্রিপরিষদ এখনো গঠিত হয়নি।
অর্থমন্ত্রী করা হয়েছে গুল আগাকে ও ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী হবেন সদর ইব্রাহিম। গোয়েন্দা প্রধান হিসেবে নাজিবুল্লাহ’র নাম ঘোষণা করা হয়েছে। এছাড়া কাবুলের গভর্নর করা হয়েছে মোল্লা শিরিনকে। আর হামদুল্লাহ নোমানি হবেন কাবুলের মেয়র। সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই ও হাই কাউন্সিল ফর ন্যাশনাল রিকনসিলিয়েশনের চেয়ারম্যান আবদুল্লাহ-আবদুল্লাহ কাবুলে দফায় দফায় তালেবানের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করছেন। তালেবান নেতাদের সঙ্গে বৈঠক শেষে আবদুল্লাহর কার্যালয় জানায়, উভয়পক্ষ দেশের বর্তমান নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি এবং আফগানিস্তানের ভবিষ্যতের জন্য একটি অংশগ্রহণমূলক রাজনৈতিক সমঝোতা নিয়ে মতবিনিময় করেছে। এদিকে, তালেবানদের সিনিয়র নেতা আব্দুল গানি বারাদারের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা- সিআইএ’র পরিচালক উইলিয়াম বার্নস। আফগানিস্তানের নিয়ন্ত্রণ তালেবানের হাতে চলে যাওয়ার পর এই প্রথম যুক্তরাষ্ট্রের শীর্ষ কোনো গোয়েন্দা কর্মকর্তা তালেবানের শীর্ষ নেতার সঙ্গে বৈঠক করল। তবে কী বিষয়ে আলোচনা হয়েছে তা জানাতে অস্বীকার করেছে সিআইএ।