কাভার্ডভ্যান ও রপ্তানীমুখী গার্মেন্টস পন্যসহ চোর চক্রের ৫ সদস্য গ্রফতার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:০৫:০০ অপরাহ্ন, রবিবার, ১৯ ডিসেম্বর ২০২১
- / ১৫৪২ বার পড়া হয়েছে
কাভার্ডভ্যান ও রপ্তানীমুখী গার্মেন্টস পন্যসহ চোর চক্রের ৫ সদস্যকে গ্রফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা মতিঝিল বিভাগের একটি টিম।
সম্প্রতি আশুলিয়ার একটি গার্মেন্টস কারখানা থেকে প্রায় ৬০ লাখ টাকা দামের ৮ হাজার পিস কাপড় চুরি করে ওই চক্র। তাদেরকে সহযোগিতা করে ওই গার্মেন্টসের গাড়ি চালক ও সহযোগী। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শনিবার রাতে মিরপুর ও উত্তরার ভিন্ন ভিন্ন এলাকা থেকে ৫ জনকে আটক করে গোয়েন্দা পুলিশ। রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোকে গাড়ি চালক ও সহযোগী সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দেন। তাদের কাছ থেকে জাতীয় পরিচয় পত্র ও ড্রাইভিং লাইসেন্স এর কপি সংগ্রহে রাখার পরামর্শ দেন আইনশৃঙ্খলা বাহিনীর উর্দ্ধতন কর্মকর্তারা।