কারাগার থেকে মুক্তি পেয়েছে সৌদি রাজকুমারী ও তার কন্যা
- আপডেট সময় : ০৯:০০:১৯ অপরাহ্ন, রবিবার, ৯ জানুয়ারী ২০২২
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
বিনা অভিযোগে প্রায় তিন বছর ধরে কারাগারে থাকার পর মুক্তি পেয়েছে সৌদি আরবের রাজকুমারী বাসমা বিনতে সৌদ ও তার কন্যা সুহৌদ। গত তিন বছর রাজকুমারী বাসমাকে রাজধানী রিয়াদের কড়া নিরাপত্তাবেষ্টিত আল-হাইর কারাগারে রাখা হয়।
২০১৯ এর মার্চে আটক করা হয় ৫৭ বছর বয়সী বাসমা বিনতে সৌদকে। এসময় তিনি চিকিৎসার জন্য সুইজারল্যান্ডে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তবে কেন তাকে আটক করা হয়েছিল তা জানা যায়নি। তাদের বিরুদ্ধে কোনো অভিযোগও আনা হয়নি। ধারণা করা হয়, এটি মানবিক ইস্যু সংশ্লিষ্ট এবং সাংবিধানিক সংস্কারের বিষয়ে তার সমর্থনের সাথে সম্পর্কিত হতে পারে। প্রিন্স মোহাম্মদ বিন নায়েফের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় গৃহবন্দী করা হয়েছিল বলেও মনে করেন কেউ কেউ। রাজকুমারীর মুক্তির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি সংশ্লিষ্ট কর্মকর্তারা। পাঁচ সন্তানের জননী বাসমা ২০০৬ থেকে সৌদি গণমাধ্যমে নিয়মিত লেখালেখি করেন। ২০১৮ সালের জানুয়ারিতে বিবিসি অ্যারাবিককে দেওয়া এক সাক্ষাৎকারে ইয়েমেন যুদ্ধের ইতি টানতে সৌদি আরবের প্রতি আহবান জানান তিনি। এরপর থেকে তাকে আর গণমাধ্যমে দেখা যায়নি।