কাউকে কারাগারে পাঠানোর কোনো পরিকল্পনা সরকারের নেই : তথ্যমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ১০:৪৩:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০২৩
- / ১৭৯০ বার পড়া হয়েছে
কাউকে কারাগারে পাঠানোর কোনো পরিকল্পনা সরকারের নেই বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, আদালত যেভাবে সিদ্ধান্ত নেয়, সরকার সেটি পালন করে মাত্র।
বিকেলে রাজধানীর শিল্পকলা একাডেমিতে আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব উদ্বোধনকালে তথ্যমন্ত্রী একথা বলেন। ফিল্ম সোসাইটির প্রতিষ্ঠাতা- চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলাম ও অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল এসময় উপস্থিত ছিলেন। তথ্যমন্ত্রী বলেন, কেউ নোবেল পুরস্কার পেলেই আইনের উর্ধ্বে নন। বিশ্বের নানা দেশে বিভিন্ন নোবেল বিজয়ীর বিরুদ্ধে মামলা হয়েছে, এমনকি তারা কারাগারেও গেছেন। চতুর্থ শিল্প বিপ্লবের সাথ ভবিষ্যৎ প্রজন্ম যেনো প্রতিযোগিতা করে এগিয়ে যেতে পারে, সেজন্য শিশুর প্রতিভা বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন ড. হাছান মাহমুদ।