কারেন রাজ্যে সামরিক বিমান হামলার পর ৩ হাজারের বেশি অধিবাসী ঘরবাড়ি ছেড়ে থাইল্যান্ডে আশ্রয় নিয়েছেন
- আপডেট সময় : ০১:০৬:২৬ অপরাহ্ন, সোমবার, ২৯ মার্চ ২০২১
- / ১৫১৫ বার পড়া হয়েছে
মিয়ানমারের কারেন রাজ্যে সামরিক বিমান হামলার পর ৩ হাজারের বেশি অধিবাসী ঘরবাড়ি ছেড়ে থাইল্যান্ডে আশ্রয় নিয়েছেন।
একটি সশস্ত্রগোষ্ঠীর নিয়ন্ত্রণে থাকা বিভিন্ন এলাকায় এ হামলা চালানো হয়। শনিবার রাতে থাইল্যান্ড সীমান্তবর্তী মুতরাউ জেলার ৫ এলাকায় বিমান হামলা চালানো হয়। গৃহহীনদের একটি আশ্রয় কেন্দ্রেও হামলা হয়।কারেন উইম্যান্স অর্গানাইজেশনের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, এই মুহূর্তে ৩ হাজারের বেশি মানুষ বাড়িঘর ছেড়ে পালিয়ে জঙ্গলে লুকিয়েছে। তারা সীমান্ত অতিক্রম করে শরণার্থী হিসেবে থাইল্যান্ডে আশ্রয় নিতে চায়। রোববার মিয়ানমারের প্রায় তিন হাজার শরণার্থী থাইল্যান্ড পৌঁছেছেন।বিমান হামলায় আদিবাসী সশস্ত্র গোষ্ঠী কারেন ন্যাশনাল ইউনিয়নের দুই যোদ্ধা নিহত হয়েছেন। স্থানীয় ত্রাণ সংস্থা ‘ফ্রি বার্মা রেঞ্জার্স’ এর প্রতিষ্ঠাতা ডেভিড ইউবাঙ্ক বলেন,গত দুই দশকের বেশি সময় ধরে এখানে কোন বিমান হামলা হয়নি। ওই হামলা রাতে করা হয়েছে। তিনি আরও বলেন, রাশিয়া এবং চীনের সহযোগিতায় মিয়ানমারের সেনাবাহিনীর ক্ষমতা বৃদ্ধি পেয়েছে এবং এটা খুবই প্রাণঘাতী। ওই হামলায় কেএনইউ নিয়ন্ত্রণাধীন একটি গ্রামের অন্তত তিনজন সাধারণ নাগরিকও নিহত হন।