কারো ফরমায়েশে দেশের গণতন্ত্র চলবে না : কাদের
- আপডেট সময় : ০২:৩৯:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ জানুয়ারী ২০২৩
- / ১৫৮৫ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কারো ফরমায়েশে দেশের গণতন্ত্র চলবে না। বিএনপি দেশের গণতন্ত্রের বস্ত্রহরণ করেছে বলে মন্তব্য করেন তিনি। সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন ওবায়দুল কাদের। আগামী সংসদ নির্বাচনে যে কোন দেশ পর্যবেক্ষণ করতে পারবে বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক
বঙ্গবন্ধু এভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের আয়োজক আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি। এতে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সংগঠনের নেতাকর্মীরা।
আলোচনায় অংশ নিয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপির আমলেই দেশের গণতন্ত্রের উপর সবচে বেশি আঘাত এসেছে।
আগামী দ্বাদশ নির্বাচন অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও অংশীদারত্বমূলক হবে জানিয়ে তিনি বলেন, ক্ষমতায় আসতে চাইলে নির্বাচনে অংশগ্রহণের কোন বিকল্প নেই।
বিদেশিরাও এখন আর বিএনপির দাবি নিয়ে কথা বলা বন্ধ করে দিয়েছে, এমন মন্তব্য করে দলের সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগ বারবার ষড়যন্ত্রের স্বীকার হয়।