কারো পরামর্শে নয়, ছয় দফা ছিলো বঙ্গবন্ধুর নিজস্ব চিন্তার ফসল: প্রধানমন্ত্রী

- আপডেট সময় : ১২:১৯:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২০
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কারো পরামর্শে নয়, ছয় দফা ছিলো বঙ্গবন্ধুর নিজস্ব চিন্তার ফসল। সকালে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে এই অনুষ্ঠানে আয়োজন করে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি।
শুরুতে ঐতিহাসিক ৬ দফা দিবসের কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করাহয়। পরে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন, যে পটভূমিতে ছয় দফা দিতে হয়েছিল তা বাঙালিদের জানতে হবে।
বিজয়ীদের হাতে ১ম পুরস্কার ৩ লাখ টাকা, ২য় পুরস্কার ২ লাখ টাকা, ৩য় পুরস্কার হিসেবে ১ লাখ টাকা, ৪র্থ পুরস্কার ৫০ হাজার টাকা, ৫ম পুরস্কার ২৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়াও ১০ হাজার টাকা মূল্যমানের বিশেষ পুরস্কার রয়েছে ৯৫টি। এর আগে গেল ৭ জুন ৬ দফা দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর জীবন ও রাজনীতি নিয়ে বিশেষ এই কুইজ প্রতিযোগিতা অনলাইনে অনুষ্ঠিত হয়।