কাল উত্থাপিত হবে ৫০তম বাজেট
- আপডেট সময় : ০১:৪০:০১ অপরাহ্ন, বুধবার, ২ জুন ২০২১
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
কাল বৃহস্পতিবার আওয়ামী লীগ সরকারের ২১তম এবং বাংলাদেশের ৫০তম বাজেট, জাতীয় সংসদে পেশ করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল। করোনাকালের দ্বিতীয় এই বাজেট নিয়ে অর্থনীতিবিদরা বলেন, প্রবৃদ্ধির বিবেচনা মাথায় না রেখে, মানুষের জীবন-জীবিকাকে প্রাধান্য দিয়েই আগামী বাজেট প্রণয়ন করা উচিত। সেই লক্ষ্যে সর্বোচ্চ অগ্রাধিকার প্রাপ্ত খাত হবে স্বাস্থ্য এবং কর্মসংস্থান। যার জন্য থাকতে হবে উপযুক্ত বরাদ্দ। দেশের অন্তত ১২ কোটি মানুষকে দ্রুত ভ্যাকসিনেশনের আওতায় আনার লক্ষে বাজেটে ২০ হাজার কোটি টাকা বরাদ্দ দেয়া প্রয়োজন বলেও অভিমত অর্থনীতিবিদদের।
উন্নত দেশগুলো করোনার ঢেউয়ে প্রথমদিকে অস্থির থাকলেও বাংলাদেশের করোনা চিত্র ছিল অনেকটাই স্থিতিশীল। তবে সাম্প্রতিক সময়ে করোনার টিকা সংগ্রহে বিপাকে পড়েছে সরকার। ভারত থেকে চুক্তি মোতাবেক টিকা না পাওয়ায় বিকল্প উৎস থেকে টিকা সংগ্রহে উদ্বিগ্ন সময় পার করতে হয় পররাষ্ট্র মন্ত্রণালয়কে। দেশে চীনের সিনোফার্মের টিকা আনার পাশাপাশি চলছে স্থানীয়ভাবে টিকা উৎপাদনের প্রক্রিয়া।
এমন বাস্তবতায় বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের বাজেট পেশ করা হবে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামালের ৩য় এই বাজেটের সম্ভাব্য আকার ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা। প্রস্তাবিত নতুন বাজেটে আয়-ব্যয়ের মধ্যে ঘাটতি ২ লাখ ১৫ হাজার কোটি টাকা। আর মূল্যস্ফীতি বেঁধে রাখার আশা ৫ দশমিক ৩ শতাংশে।
করোনার ২য় ঢেউয়ে পরিস্থিতি যখন অস্থিতিশীল, তখন স্বাস্থ্য খাতকেই আগামী বাজেটে সবচে’ অগ্রাধিকারপ্রাপ্ত খাত হিসেবে দেখতে চান অর্থনীতিবিদরা।
দ্রুততম সময়ের মধ্যে দেশের অন্তত ১২ কোটি মানুষকে ভ্যাকসিনের আওতায় নিয়ে আসতে বরাদ্দ বাড়ানোর পক্ষেও যুক্তি তুলে ধরেন অর্থনীতিবিদরা। অতীত অভিজ্ঞতার আলোকে স্বাস্থ্যখাতের উন্নয়নে স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে অন্য মন্ত্রণালয়গুলোর কার্যকর সহযোগিতাও প্রয়োজন বলে স্মরণ করিয়ে দিয়েছেন অর্থনীতিবিদরা।