কাল খুলছে কোটি মানুষের স্বপ্নের পদ্মা সেতু, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৫:৩২:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুন ২০২২
- / ১৬৯৩ বার পড়া হয়েছে
আর মাত্র কয়েক ঘন্টা। রাত পোহালেই উদ্বোধন হবে পদ্মা সেতু। খুলতে যাচ্ছে দক্ষিণাঞ্চল মানুষের ভাগ্য দুয়ার। সেতুর উদ্ধোধনকে কেন্দ্র করে প্রাণচাঞ্চল্য ফিরেছে গোটা দক্ষিণাঞ্চলে। নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে পদ্মার বুকে মাথা উচু করে দাঁড়িয়েছে কোটি বাঙ্গালীর স্বপ্নের পদ্মা সেতু। বিশ্বদরবারে বাঙ্গালী জাতির সক্ষমতার এক অনন্য দৃষ্টান্ত রচিত হল পদ্মার বুকে। যার স্বপ্ন দ্রষ্টা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। পদ্মার দুই পাড়ে বর্ণিল সাজে উৎসবের আমেজ।
ক্ষণ গণনা শুরু হয়েছে, বহু আগেই। অপেক্ষা শুধু উদ্বোধনের। পদ্মার বুকে লাখো স্বপ্ন কড়া নাড়ছে আজ দুয়ারে । সেই মাহেন্দ্রক্ষণ ২৫ জুন শনিবার। ভোরের আলো ফোটার সাথে সাথে সক্ষমতার জানান দিবে লাল সবুজের বাংলাদেশ।
সেই দিন বেশি দিনের নয়, দক্ষিণের সোনার স্বপ্নে ভর করেছিল অমানিশার ঘোর অন্ধকার। দুর্নীতি ও ষড়যন্ত্রের বিষানলে ভেস্তে গিয়েছিল পদ্মসেতুর নির্মাণের সোনালী স্বপ্ন।
দুর্ণিতীর কথিত অভিযোগে পদ্মসেতুর অর্থায়ন থেকে সরে যায় বিশ্বব্যাংক, এডিবি, জাইকা সহ বিভিন্ন দাতা সংস্থা।
এতে করে মুখ থুবড়ে পড়ে স্বপ্নের পদ্মসেতু। পদত্যাগ করেন দায়িত্বে থাকা মন্ত্রী ও সচিব ও প্রকল্প পরিচালক। তবে, ভেঙ্গে পড়েনি জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাবার দীক্ষায় হাঁটতে শুরু করেন তিনি। দৃঢ়তা, সততা ও সাহসিকতার সঙ্গে ঘোষণা করেন নিজস্ব অর্থায়নে তৈরি করা হবে পদ্মসেতু।
সেই শুরু…২০১৪ সালের ৭ই ডিসেম্বর। দীর্ঘ এই পথপরিক্রমায় পদ্মার বুকে সক্ষমতার প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে ৪২টি পিলার। যে পিলারগুলো জানান দিচ্ছে, দক্ষিণাঞ্চলের প্রতিটি মানুষের হৃদয়ের প্রাণের স্পন্দন।
নিজস্ব অর্থায়নে সেতু নির্মাণ করে আন্তর্জাতিক অঙ্গনে অর্থনৈতিক সক্ষমতা ও রাজনৈতিক দৃঢ়তার জানান দিয়েছে বাংলাদেশ। যা স্মরণীয় হয়ে থাকবে বিশ্বদরবারে।