কাল ঢাকাসহ দেশের সকল মহানগরে প্রতিবাদ সমাবেশ এবং বিক্ষোভ কর্মসূচি দিয়েছে বিএনপি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:১৬:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫২৫ বার পড়া হয়েছে
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের খেতাব বাতিলের অপচেষ্টার প্রতিবাদে কাল ঢাকাসহ দেশের সকল মহানগরে প্রতিবাদ সমাবেশ এবং বিক্ষোভ কর্মসূচি দিয়েছে বিএনপি।
বৃহস্পতিবার চেয়ারপার্সনের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। বলেন, রোববার দেশের সকল জেলা সদরে একই কর্মসূচি পালন করবেন তারা। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের প্রস্তাবের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকারের দুঃশাসন ও আল জাজিরার প্রতিবেদনকে আড়াল করতেই জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল-অযৌক্তিকভাবে পানি ঘোলার অপচেষ্টা করছে। বিএনপি নেতা শাহজাহান ওমর-জামুকার এমন সিদ্ধান্তে উদ্বেগ জানিয়ে বলেন, জিয়াউর রহমানের খেতাব কেড়ে নেয়ার এখতিয়ার মুক্তিযোদ্ধা কাউন্সিলের নেই।