কাল থেকে চিনি সংকট থাকবে না
- আপডেট সময় : ০৯:০৬:১৬ অপরাহ্ন, সোমবার, ২৪ অক্টোবর ২০২২
- / ১৬২৩ বার পড়া হয়েছে
রাত থেকে পরিশোধনকারী মিলগুলো সরবরাহ স্বাভাবিক করায়, কাল থেকে বাজারে চিনির সংকট থাকবে না। সকালে ভোক্তা অধিকার অধিদপ্তরের সাথে মতবিনিময় সভায়, এ প্রতিশ্রুতি দিয়েছেন বেসরকারি চিনি সরবরাহকারী মিল-মালিক ও ব্যবসায়ীরা। বর্তমান বাজার পরিস্থিতির জন্য গ্যাসের সংকটের পাশাপাশি আন্তর্জাতিক বাজারকে দুষছেন তারা।
হঠ্যাৎ করেই চিনির বাজারে অস্থিরতা। কিছু দিন আগেও চিনির দাম ছিল কেজি প্রতি ৮৫ টাকা। তবে সপ্তাহের ব্যবধানে দাম বেড়ে বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকায়। তবুও দেখা মিলছে না প্যাকেটজাত চিনির।
এমন বাস্তবতায়, চিনির সরবরাহ ও মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে মিল মালিক, রিফাইনারি, পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
টিসিবি ভবনে মতবিনিময় সভায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের উপ পরিচালক জানান, দেশে চিনির ৯৫ ভাগই নিয়ন্ত্রণ করে বেসরকারি কোম্পানিগুলো।
চিনির বাজারে অস্থিরতার জন্য মিল মালিক সিন্ডিকেটকে দায়ী করেন খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা।
বর্তমান পরিস্থিতির জন্য মিলে গ্যাস সংকট ও আন্তর্জাতিক বাজারকে দুষছেন মিলমালিকরা। তবে দ্রুত সরবরাহ বাড়ানো ও বাজার স্থিতিশীল করার পরামর্শ দেন তারা।
সভাপতির বক্তব্যে ভোক্তা-অধিকারের মহাপরিচালক এ. এইচ. এম. সফিকুজ্জামান বলেন, চিনির বাজারে স্থিতিশীলতা আনতে করণীয় সবকিছু করা হবে।