কাল থেকে দেশজুড়ে তিন দিনের কঠোর বিধিনিষেধ
- আপডেট সময় : ০৭:৩৪:৩২ অপরাহ্ন, রবিবার, ২৭ জুন ২০২১
- / ১৫১৪ বার পড়া হয়েছে
করোনার ঊর্ধ্বগতি এড়াতে আগামীকাল সোমবার থেকে সারাদেশে তিন দিনের কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার। বিকেলে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।এতে বলা হয়, বিধিনিষেধ চলাকালীন পণ্যবাহী যানবাহন ও রিকশা ছাড়া বন্ধ থাকবে সব ধরনের গণপরিবহন। এদিকে, দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে করোনার ঊর্ধ্বগতি এড়াতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে উল্লেখ করে সকলকে মেনে চলার আহবান জানিয়েছেন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
করোনা সংক্রমণ ঠেকাতে গেল বৃহস্পতিবার সারাদেশে ১৪ দিনের পূর্ণ শাটডাউনের সুপারিশ করে করোনা মোকাবিলায় গঠিত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। এরই পরিপ্রেক্ষিতে রোববার বিকেলে সারাদেশে তিন দিনের বিধিনিষেধ আরোপের প্রজ্ঞাপন জারি করে মন্ত্রীপরিষদ বিভাগ।
এতে উল্লেখ করা হয় বর্তমান পরিস্থিতি বিবেচনায় আগের সব বিধিনিষেধ ও কার্যক্রমের ধারাবাহিকতায় নতুন পাঁচটি শর্ত সংযুক্ত করে ২৮ জুন সকাল ৬টা থেকে ১ জুলাই সকাল ৬টা পর্যন্ত এই বিধিনিষেধ চলমান থাকবে।
এ সময়ে পণ্যবাহী যান ও রিকশা ছাড়া বন্ধ থাকবে সবধরনের গণপরিবহন। এছাড়া বন্ধ থাকবে শপিংমল, মার্কেট, বিনোদন কেন্দ্র। হোটেল-রেস্তোরাঁ খোলা থাকলেও বিক্রি হবে পার্স্বেলে। তবে সীমিত পরিসরে খোলা থাকবে সরকারি ও বেসরকারি অফিস।
নিয়মিত টহলে মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাস্তবায়ন নিশ্চিত করবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এসময় তিনি বলেন, করোনার দেশে লাখো মানুষ আক্রান্ত হলে পরিস্থিতি সামাল দেওয়া কষ্ট হয়ে যাবে।
এসময় সংক্রমণরোধে টিকাদান কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।