কাল থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ডিসি সম্মেলন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১৯:২২ অপরাহ্ন, সোমবার, ১৭ জানুয়ারী ২০২২
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
কাল থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ডিসি সম্মেলন। আড়াই বছর পর ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে ভার্চুয়ালী এ সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এবারের সম্মেলনে সর্বত্র সুশাসন প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ নিতে জেলা প্রশাসকদের প্রতি নির্দেশনা দেয়া হবে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগ। এবার রাষ্ট্রপতির দিক-নির্দেশনা গ্রহণের পাশাপাশি সংসদের স্পিকার ও প্রধান বিচারপতি জেলা প্রশাসকদের উদ্দেশে শুভেচ্ছা বাণী দেবেন। সম্মেলনে প্রধানমন্ত্রীর কার্যালয়সহ অংশগ্রহণকারী মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার সংখ্যা এবার ৫৫টি। এতে, সংশ্লিষ্ট মন্ত্রণালয়, মন্ত্রী, উপদেষ্টা, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সচিব ও ৬৪ জেলার ডিসিরা অংশ নেবেন।