কাল থেকে শুরু হচ্ছে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের দ্বিতীয় আসর

এস. এ টিভি
- আপডেট সময় : ১০:১৪:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ মার্চ ২০২২
- / ১৫৯২ বার পড়া হয়েছে
আট দলের অংশগ্রহনে কাল থেকে শুরু হচ্ছে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের দ্বিতীয় আসর। উদ্বোধনী দিনেই মাঠে নামবে বাংলাদেশসহ ছয় দল।
দিনের প্রথম ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। বিকেল সাড়ে ৫টায় শুরু হবে এই ম্যাচটি। দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা সাড়ে ৬টায় শ্রীলংকার প্রতিপক্ষ মালেশিয়া আর সন্ধ্যা সাড়ে ৭টায় কেনিয়ার বিপক্ষে লড়বে ইরাক। এর আগে, বিকেল ৫টায় হবে টুর্নামেন্টার উদ্বোধনী অনুষ্ঠান। দ্বিতীয় আসরকে সামনে রেখে শুক্রবার ট্রফি উন্মোচন করে বাংলাদেশ কাবাডি ফেডারেশন। এসময় উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারাণ সম্পাদক ডিআইজি হাবিবুর রহরমান। ইংল্যান্ড ছাড়া বাকি সাত দলের খেলোয়াড় উপস্থিত ছিলেন ট্রফি উন্মোচন অনুষ্ঠানে।