কাল পদ্মাসেতু দিয়ে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত ট্রেন চলাচল শুরু
- আপডেট সময় : ০৩:৩১:৫৫ অপরাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩
- / ১৭৮৬ বার পড়া হয়েছে
আগামীকাল ঢাকা থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত পদ্মাসেতু দিয়ে চালু হতে যাচ্ছে ট্রেন চলাচল। ফলে দীর্ঘদিনের প্রত্যাশার অবসান ঘটায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলবাসীর মাঝে চলছে খুশীর জোয়ার। মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই রেলপথের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে ট্রেনে করেই ফরিদপুরের ভাঙ্গায় গণসমাবেশে যোগ দেবেন। এরই মধ্যে প্রধানমন্ত্রীকে বহনকারী বিশেষ ট্রেনটি কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মাওয়া প্রান্তে প্রস্তুত রাখা হয়েছে। আর প্রধানমন্ত্রীকে বরণ করতে ফরিদপুরের ভাঙ্গা রেলজংশনে চলছে শেষ মুহূর্তের তোড়জোড়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার সকালে উদ্বোধন করবেন পদ্মাসেতু দিয়ে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত ৮২ কিলোমিটার রেলপথে ট্রেন চলাচল। এ উপলক্ষে সব প্রস্তুতি সম্পন্ন করেছে রেল বিভাগ। প্রধানমন্ত্রীকে বরণ করতে পরিস্কার-পরিচ্ছন্নতা ও সাজসজ্জায় ব্যস্ত ভাঙ্গা রেল জংশনের কর্মীরা। এর পাশাপাশি চলছে গণসমাবেশের প্রস্তুতি। রেলসংযোগ উদ্বোধনকে সামনে রেখে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ভাঙ্গা স্টেডিয়ামে স্মরণকালের বৃহত্তম সমাবেশের মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্বাগত ও কৃতজ্ঞতা জানানো হবে।
স্থানীয় জনগণ ও জনপ্রতিনিধরা মনে করেন, এই রেল সংযোগ চালুর মধ্য দিয়ে সড়ক পথের ভোগান্তি ও দুর্ঘটনা কমার পাশাপাশি বাঁচবে বিপুল অর্থ ও সময়। ঘটবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়ন।
রেল সংযোগের উদ্বোধনের পর প্রধানমন্ত্রীকে ঢাকা থেকে বহন করে ভাঙ্গা জংশনে নিতে একটি বিশেষ ট্রেন কড়া নিরাপত্তায় মাওয়া প্রান্তে প্রস্তুত রাখা হয়েছে বলে জানান কর্মকর্তারা। ভাঙ্গায় সভাশেষে প্রধানমন্ত্রী যাবেন টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করতে।
ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত সড়কপথে নন-এসি বাসভাড়া আড়াইশ’ টাকা হলেও ট্রেনভাড়া প্রস্তাব করা হয়েছে সাড়ে ৩শ’ টাকা। আর নভেম্বর থেকে প্রতিদিন ৩ জোড়া ট্রেনে করে শুরু হবে পুরোদমে যাত্রী চলাচল।