কাল বিশ্ব ইজতেমা
- আপডেট সময় : ১০:৫৬:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৭০১ বার পড়া হয়েছে
কাল বিশ্ব ইজতেমা। সার্বিক প্রস্তুতি পরিদর্শন করেছেন পুলিশের আইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তিনি জানান, নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে ইজতেমার ময়দান। আর রেব মহাপরিচালক এম খুরশীদ হোসেন বলেছেন, ইজতেমা ঘিরে কোনো ধরনের জঙ্গি হামলার আশঙ্কা নেই।
শুক্রবার শুরু হচ্ছে বিশ্ব মুসলমানদের দ্বিতীয় বৃহৎ জমায়েত, বিশ্ব ইজতেমা। এরই মধ্যে গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে আসতে শুরু করেছেন তাবলিগের সাথীরা।
সকাল থেকেই বাস, ট্রাক, পিক-আপে করে ইজতেমা ময়দানে আসছেন মুসল্লিরা।
সব ধরনের প্রস্তুতু শেষ হয়েছে। নিরাপত্ত জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ইতজেমা মাঠে রেবের কন্ট্রোল রুমে নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন করেন মহাপরিচালক এম খুরশীদ হোসেন।
তিনি জানান, সুষ্ঠু ও নির্বিঘ্নে বিশ্ব ইজতেমা সম্পন্ন করতে রেব সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে।
পরে বিশ্ব ইজতেমার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন।
তিনি জানান, বিশ্ব ইজতেমার ময়দান থাকবে নিরাপত্তার চাদরে ঢাকা।
নিরাপত্তায় বোম ডিসপোজাল ইউনিট, সোয়াট টিম, ডগ স্কোয়াড, বিস্ফোরক প্রশিক্ষক টিমের পাশাপাশি চুরি, ডাকাতি, ছিনতাই ঠেকাতে প্রশিক্ষিত টিম, নৌবহর ও হেলিকপ্টারে টহলের ব্যবস্থা থাকছে বলেও জানান চৌধুরী আবদুল্লাহ আল মামুন।
দুই ধাপে তিন দিন করে বিশ্ব ইজতেমা হবে মোট ৬ দিন। প্রথম ধাপের ইজতেমা শুক্রবার শুরু হয়ে ৪ ফেব্রুয়ারি রোববার শেষ হবে। দ্বিতীয় ধাপ ৯ ফেব্রুয়ারি শুরু হয়ে শেষ হবে ১১ ফেব্রুয়ারি।