কাল মহান স্বাধীনতা ও জাতীয় দিবস, প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ
- আপডেট সময় : ০৯:৪০:১২ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪
- / ১৭৩৭ বার পড়া হয়েছে
কাল ২৬ মার্চ- মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বীর শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। শেষ মুহূর্তের ধোয়া মোছা ও সাজ-সজ্জাকরণের কাজও শেষ হয়েছে। নেয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। দিবসটির সুচনা লগ্নে সাভার জাতীয় শহীদ স্মৃতিসৌধের শহীদ বেদীতে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা আর ভালোবাসার ফুলে ফুলে ভরে উঠবে শহীদ বেদী।
২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ধোয়া মোছা ও প্রস্তুতির জন্য জনসাধাণের প্রবেশ বন্ধ রয়েছে স্মৃতিসৌধে। এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। পরিছন্নতা কর্মীরা জানান,দিবসটি উপলক্ষে সৌধের মিনার থেকে শুরু করে পায়ে চলার পথ সবই পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। রং-তুলির আঁচড় পড়েছে ফুলের টপসহ না স্থাপনায়। এরমধ্যে পরিচ্ছন্নকর্মীরা ধুয়ে-মুছে প্রস্তুত রেখেছে গোটা সৌধ এলাকা।
চলছে তিন বাহিনীর গার্ড অব অনারের মহড়ার প্রস্ততি। বিভিন্ন ফুলের গাছ সাজানো সহ স্মৃতিসৌধ সাজানো হয়েছে নান্দনিক রুপে।দিবসটি পালনে সকল প্রস্ততি সম্পন্ন করেছে সাভার গণপূর্ত বিভাগ । স্মৃতিসৌধে বসানো হয়েছে সিসি টিভি ক্যামেরা।
এদিকে স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম স্মৃতিসৌধ এরিয়া পরিদর্শন শেষে তিনি বলেন, পুরো সাভারকে আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে।
২৬ মার্চ উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধসহ এর আশেপাশে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন আশুলিয়া থানার ওসি এ এফ এম সায়েদ।
সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সাভার জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন,প্রধানমন্ত্রী শেখ হাসিনা,মন্ত্রী পরিষদ সদস্য, বিদেশী কুটনৈতিক কোরের ডিন,যুদ্ধাহত মুক্তিযোদ্ধা,বিভিন্ন রাজনৈতিক দল,সামাজিক সংগঠনসহ নানা শ্রেণী পেশার মানুষ।