কাল শুরু বাংলাদেশ-আফগানিস্তানের ঢাকা টেস্ট
- আপডেট সময় : ১০:২০:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০২৩
- / ১৫৯৯ বার পড়া হয়েছে
কাল শুরু বাংলাদেশ-আফগানিস্তানের ঢাকা টেস্ট। সিরিজের একমাত্র টেস্টে মুখোমুখি হবে দু’দল। ম্যাচে ভালো করতে নিজেদের প্রস্তুতির উপর আস্থা রাখছেন টাইগার হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। সঙ্গে এই ফরম্যাটে ক্রিকেটার মাইন্ডসেটআপের গুরুত্ব আবারও মনে করিয়ে দিলেন লঙ্কান কোচ। বিপরীতে চাপহীন ক্রিকেট খেলতে চায় আফগানিস্তান। মিরপুরে ম্যাচ শুরু হবে সকাল ১০টায়। নূর উদ্দিন খানের প্রতিবেদন।
ক্যালেন্ডার হিসেবে চার বছর পর আবারও আফগানিস্তানের বিপক্ষে টেস্ট খেলতে নামার অপেক্ষায় বাংলাদেশ।
বনেদি ফরম্যাটে শেষবার বিব্রতকর হারে মাঠ ছেড়েছিলে টাইগাররা। এখন বদলে গেছে সময়, বদলে গেছে বাস্তবতা। পারিপার্শ্বিকতায় পরিবর্তন এখন এতটাই যে, ম্যাচ জিততে শতভাগ আত্মবিশ্বাসী হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
আফগান বদে বাংলাদেশের প্রধান অস্ত্র পেস ইউনিট। তবে, ক’জন পেসার খেলানো হবে তা খোলাসা করেনি টাইগার হেড কোচ। একাদশে থাকছেন খালেদ ও ইবাদত। তাসকিনের খেলা নিয়ে শঙ্কা থাকায় অভিষেক হতে পারে মুশফিক হাসানের। দুই স্পিনার তাইজুল ও মিরাজের একাদশে থাকার সম্ভাবনাও প্রবল।