কালকের রাজশাহী বিভাগীয় মহাসমাবেশ বন্ধ করতেই ষড়যন্ত্র : অভিযোগ বিএনপি নেতাদের
- আপডেট সময় : ০৫:৫৬:৪৭ অপরাহ্ন, সোমবার, ১ মার্চ ২০২১
- / ১৫২৫ বার পড়া হয়েছে
ওবায়দুল কাদেরের সাথে যোগাযোগ করেও রাজশাহী বিভাগীয় সমাবেশের অনুমতি পায়নি বিএনপি- এমন অভিযোগ করেছেন দলটির নেতারা। তাদের অভিযোগ, সমাবেশকে ঘিরে এই বিভাগের বিভিন্ন জেলায় ধর-পাকড় চালাচ্ছে পুলিশ। পাশাপাশি নেতাকর্মীরা যাতে সমাবেশে যোগ দিতে না পারে সেজন্য পূর্বঘোষণা ছাড়াই বিভাগজুড়ে পরিবহন ধর্মঘট করা হচ্ছে।
বিএনপির কেন্দ্রঘোষিত কর্মসূচি হিসেবে মঙ্গলবার রাজশাহীতে বিভাগীয় সমাবেশ সফল করতে বেশকিছুদিন ধরেই নানা প্রস্তুতি নিয়েছেন দলটির নেতাকর্মীরা। এরই মধ্যে নগরীর ৩টি স্থানের কথা উল্লেখ করে বিএনপির পক্ষ থেকে যে কোনোটিতে সমাবেশ করার অনুমতি চাওয়া হয়েছে পুলিশের কাছে। কিন্তু সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে দলটির নেতারা জানান, অনুমতির বিষয়ে এখনো সাড়া মিলেনি।
তবে সকল বাধা উপেক্ষা করেই বিএনপি রাজশাহী বিভাগীয় সমাবেশ করবে বলে জানান দলটির এই নেতা।
কিন্তু রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র জানিয়েছেন, বিএনপিকে ঘরোয়াভাবে সমাবেশ করার অনুমতি দেয়া হয়েছে।
এদিকে, সোমবার থেকে রাজশাহী বিভাগে অনির্দিকাল ধর্মঘট শুরু করেছে মোটর শ্রমিক ইউনিয়ন। তবে বিএনপির সমাবেশকে ঘিরে এই ধর্মঘট নয় বলেও জানান শ্রমিক নেতারা।
মঙ্গলবারের সমাবেশে কেন্দ্রীয় নেতারা ছাড়াও বিভিন্ন সিটি কর্পোরেশন ভোটে বিএনপির পরাজিত মেয়র প্রার্থীরাও বক্তব্য রাখার কথা রয়েছে।