কালবৈশাখীতে লণ্ডভণ্ড রংপুরের পাঁচটি উপজেলার কয়েক শতাধিক বাড়িঘর

- আপডেট সময় : ০৪:৫২:১৪ অপরাহ্ন, বুধবার, ২৭ এপ্রিল ২০২২
- / ১৫৮২ বার পড়া হয়েছে
কালবৈশাখী ঝড় এবং শিলাবৃষ্টিতে লণ্ডভণ্ড হয়ে গেছে রংপুরের পাঁচটি উপজেলার কয়েক শতাধিক বাড়িঘর। কুড়িগ্রাম ও দিনাজপুরে ঝড়ের আঘাতে দুই জনের মৃত্যু।
রংপুরে ভেঙে পড়েছে হাজার হাজার গাছ পালা। কিছু জায়গায় বিল্ডিং বাড়িও ভেঙে যেতে দেখা গেছে। শিলাবৃষ্টিতে ক্ষতি হয়েছে শত শত একর আগাম উঠতি ফসলসহ আবাদ করা শাক সবজি। ক্ষতি হয়েছে ঐতিহ্যবাহী হাড়িভাঙ্গা আমের মুকুলের গুটি। মঙ্গলবার মধ্যরাতে ঝড়ের পর থেকে খোলা আকাশের নিচে বসবাস করছে হাজার হাজার পরিবার।
কুড়িগ্রামের রাজীবপুরে ঝড়ের সময় গাছ চাপা পড়ে সুফিয়া বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। ঝড়ের সময় ঘরের বাইরে বের হলে তার উপর গাছ ভেঙ্গে পড়লে গুরুতর আহত হয়। পরে তাঁকে রাজীবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এসময় প্রায় ৩ শতাধিক কাচা ঘর-বাড়িসহ গাছপালারও ক্ষতি হয়েছে।
দিনাজপুরের পার্বতীপুর, নবাবগঞ্জ ও খানসামায় শিলাবৃষ্টি ও কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে কমপক্ষে এক হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এ সময় দেয়ালচাপা পড়ে পার্বতীপুরে এক তরুণীর মৃত্যু হয়েছে। ঝড়ে আহত হন কমপক্ষে ১৫ জন। আম, লিচু ও ধানসহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।