কালিয়াকৈরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৫২:৩০ অপরাহ্ন, সোমবার, ১৫ এপ্রিল ২০২৪
- / ১৬৬৫ বার পড়া হয়েছে
গাজীপুরের কালিয়াকৈরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন।
গতরাতে বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, একটি বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফিরছিলেন কালিয়াকৈরের বড়ইতলী গ্রামের হৃদয় আসিফ ও তার স্ত্রী তানজীন বকশি। সে সময় বাইপাস এলাকায় রাস্তা পার হওয়ার সময় উত্তরবঙ্গগামী একটি দ্রুতগতির বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই তারা মারা যান। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে। পুলিশ জানায়, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।