কালীগঞ্জে মানসিক প্রতিবন্ধীর পিতৃ পরিচয়হীন সন্তানের সার্বিক দ্বায়িত্ব নিতে জেলা প্রশাসককে নির্দেশ
- আপডেট সময় : ০১:৪৭:০০ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২০
- / ১৫২৪ বার পড়া হয়েছে
ঝিনাইদহের কালীগঞ্জে মানসিক প্রতিবন্ধীর পিতৃ পরিচয়হীন সন্তানের সার্বিক দ্বায়িত্ব নিতে জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। জেলা প্রশাসক সরোজ কুমার নাথ এ তথ্য জানিয়েছেন। সেই সাথে ওই প্রতিবন্ধীর আশ্রয়দাতাকেও সহযোগিতার নির্দেশ দেওয়া হয়েছে।
গত সপ্তাহে কালীগঞ্জের মায়াধরপুরে অন্ত:স্বত্তা এক প্রতিবন্ধী নারীকে নিজ বাড়িতে আশ্রয় দেন, ওই গ্রামের দিনমজুর আমজাদ আলী। শুক্রবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন প্রতিবন্ধী ওই নারী। খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানতে পারেন। এ বিষয়ে জেলা প্রশাসককে সার্বিক সহযোগিতার নির্দেশ দেন তিনি। পরে, জেলা প্রশাসক হাসপাতালে গিয়ে মা ও সন্তানের খবর নেন এবং আর্থিক সহযোগিতা করেন। সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানায়, এলাকাবাসী।
মা ও নবজাতক সুস্থ আছেন বলে জানিয়েছন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। শুধু মা-সন্তানই নয়, আশ্রয়দাতাকেও সহযোগিতার নির্দেশ দিয়েছে বলে জানান, জেলা প্রশাসক। প্রধানমন্ত্রীর এই মহানুভবতায় খুব খুশি এলাকাবাসী।