কাশেম সোলাইমানি হত্যায় জড়িতদের লক্ষ্যবস্তু বানানোর ঘোষণা তেহরানের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪০:০১ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৫২ বার পড়া হয়েছে
বাগদাদে মার্কিন ড্রোন হামলায় নিহত ইরানের রেভ্যুলেশনারি গার্ডস কুদস ফোর্সের প্রধান জেনারেল কাশেম সোলাইমানি হত্যায় জড়িতদের লক্ষ্যবস্তু বানানোর ঘোষণা দিয়েছে তেহরান।
মার্কিন প্রেসিডেন্টকে উদ্দেশ করে ইরানের রেভ্যুলেশনারি গার্ডসের বর্তমান প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি বলেন, আমরা সম্মানজনক ও ন্যায্য প্রতিশোধ নেব।’ শনিবার তেহরানে এক অনুষ্ঠানে এ কথা বলেন রেভ্যুলেশনারি গার্ডসের প্রধান। কাশেম সোলাইমানি ইরানের রেভ্যুলেশনারি গার্ডসের এলিট কুদস ফোর্সের প্রধান ছিলেন। চলতি বছরের জানুয়ারিতে ইরাকের বাগদাদ বিমানবন্দরের কাছে মার্কিন ড্রোন হামলায় নিহত হন তিনি।