কাশ্মীরে অস্ত্রবিরতি করতে সম্মত হয়েছে ভারত ও পাকিস্তান
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৩৪:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫১৩ বার পড়া হয়েছে
কাশ্মীরের বিরোধপূর্ণ সীমান্তে অস্ত্রবিরতি করতে সম্মত হয়েছে ভারত ও পাকিস্তান। বৃহস্পতিবার বিরল এক যৌথ বিবৃতিতে দেশ দুটির সামরিক বাহিনী এ কথা জানিয়েছে।
সাম্প্রতিক কয়েক মাসে এ দুই বাহিনীর মধ্যে কাশ্মীর সীমান্ত নিয়ে কয়েকশ বার গোলাগুলির ঘটনা ঘটেছে। এমতাবস্থায় চরম অনিরাপত্তা ও অনিশ্চয়তা দেখা দিয়েছে কাশ্মীরীদের জীবনে। বিবৃতিতে বলা হয়েছে, ২৪-২৫ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে কাশ্মীর সীমান্ত নিয়ে সম্পাদিত সব ধরনের চুক্তি কঠোরভাবে প্রতিপালনের সিদ্ধান্ত নিয়েছে দুপক্ষ। লাইন অব কন্ট্রোলসহ সব এলাকায় শান্তিচুক্তি মেনে চলা হবে। প্রায় দেড় যুগ পর কাশ্মীর পরিস্থিতি নিয়ে সমঝোতায় এলো দুই দেশ। চলতি বছরের শুরু থেকে পাকিস্তান ৫৯১ বার অস্ত্রবিরতি লঙ্ঘন করেছে বলে ভারতের হিসাব।