কাশ্মীরে এক দিনে তিন ভারতীয় সেনার আত্মহত্যা
- আপডেট সময় : ০৩:৪৪:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৫ মার্চ ২০২১
- / ১৫২০ বার পড়া হয়েছে
কাশ্মীরে ২৪ ঘণ্টায় একজন লেফটেনেন্ট কর্নেলসহ তিন ভারতীয় সেনা আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
কর্তৃপক্ষ জানিয়েছে, শ্রীনগরের বাদামিবাগ সেনানিবাস এলাকায় সিলিংয়ে ফাঁস দেওয়া অবস্থায় অনুপ কুমার নামে এক সেনা সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার আত্মহত্যার কারণ জানা যায়নি। এ ছাড়া বুধবার কাশ্মীরের খনমোহ এলাকায় সুদ্বীপ বাঘাত সিং নামে এক লে. কর্নেল নিজের অস্ত্র দিয়ে আত্মহত্যা করেছেন। একইদিনে জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলায় ২৪ বছর বয়সি আরও এক সেনা সদস্য নিজের অস্ত্র দিয়ে আত্মহত্যা করেন। এর আগে ১৮ জানুয়ারি কুপওয়ারা জেলায় দক্ষিণ কাশ্মীর সীমান্তে ভারতীয় সেনাবাহিনীর এক মেজর মাথায় অস্ত্র ঠেকিয়ে আত্মহত্যা করেন। এ নিয়ে এ পর্যন্ত চলতি বছরে কাশ্মীরে ৪ ভারতীয় সেনা আত্মহত্যা করলেন। ২০২০ সালে জম্মু-কাশ্মীর অঞ্চলে ৩৫ সেনা সদস্য আত্মহত্যা করেছেন। কিন্তু কেন তারা আত্মহত্যা করছেন তা জানাতে পারেনি কর্তৃপক্ষ।