কিউবার করোনার টিকা উদ্ভাবনের পর জরুরি ব্যবহারের অনুমোদন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৩০:০৩ অপরাহ্ন, রবিবার, ১১ জুলাই ২০২১
- / ১৫২৬ বার পড়া হয়েছে
লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের প্রথম দেশ হিসেবে সফলভাবে করোনার টিকা উদ্ভাবনের পর জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে কিউবা।
পাশাপাশি আরো ৫টি টিকা উদ্ভাবনে কাজ করছে কিউবা। এ সপ্তাহে জরুরি ব্যবহারের জন্য ‘আবদাল’ নামে এই টিকার অনুমোদন দেয়া হয়। কিউবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেবে, এরই মধ্যে দেশটির ৩৫ লাখ মানুষকে টিকার এক ডোজ দেয়া হয়েছে। সেন্টার ফর জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি উদ্ভাবিত এই টিকার কার্যকারিতা প্রায় ৯৩ শতাংশ বলে দাবি করেছে দেশটির বিজ্ঞানীরা ।