কিছুতেই বাগে আসছে না চালের বাজার
- আপডেট সময় : ০৩:১৯:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
কিছুতেই বাগে আসছে না চালের বাজার। এক দিনে দিনাজপুরে ৫০ কেজির প্রতি বস্তায় দাম বেড়েছে ৮০ থেকে এক’শ টাকা পর্যন্ত। প্রতি কেজি মোটা চাল বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫৫ টাকায়। চিকন চাল প্রতি কেজিতে বেড়েছে পাঁচ থেকে সাত টাকা। মিল মালিক ও ব্যবসায়ীরা বাজার স্বাভাবিক দাবি করলেও আমদানিকারক বলছে, খালাসের অপেক্ষায় থাকা চাল বাজারে এলে দাম কমবে। ঝিনাইদহেও এক সপ্তাহের ব্যবধানে চালের দাম কেজিতে দুই থেকে চার টাকা বেড়েছে।
দিনাজপুরে এনএম বাহাদুর বাজারসহ জেলার সব জায়গায় প্রতিদিন চালের দাম বাড়ছে। মোটা চালের দাম বাড়ায় এতিমখানা ও নিম্ন আয়ের মানুষ বিপাকে পড়েছে।
মিল মালিকরা দাম বাড়ালে তাদের কিছুই করার থাকে না বলে জানায় খুচরা বিক্রেতারা।
বর্তমান বাজারকে স্বাভাবিক মনে করেন ব্যবসায়ীরা। তারা বলেন, আমদানি করা চাল এলে দাম আরও কমবে।
জেলায় প্রতি বছর প্রায় সাড়ে ১৬ লাখ মেট্রিক টন চাল উৎপাদন হয়। তবে চালের বাজার নিয়ন্ত্রনে অভ্যন্তরীন উৎপাদন বৃদ্ধি ও আমদানি নির্ভরতা কমানোর কোনো বিকল্প নেই বলে মনে করেন সংশ্লিষ্টরা।
এদিকে ঝিনাইদহে আবারো বেড়েছে সব ধরনের চালের দাম। সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি চাল দুই থেকে চার টাকা পর্যন্ত বেড়েছে। এতে বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। খুচরা ব্যবসায়ীরা জানান, মিলারদের কাছ থেকে বেশি দরে কিনতে হচ্ছে।
শহরের পুরাতন হাটখোলা, নতুন হাটখোলাসহ বিভিন্ন হাটবাজারে চড়া দামে চাল বিক্রি হচ্ছে।