কিশোরগঞ্জের ভৈরবে নবী হোসেন হত্যা মামলায় দু’জনকে মৃত্যুদণ্ড
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫৭:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৫ জানুয়ারী ২০২১
- / ১৫৪০ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের ভৈরবে চাঞ্চল্যকর নবী হোসেন হত্যা মামলায় এক নারীসহ দু’জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। সকালে এ রায় দেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ আবদুর রহিম।
মামলা সূত্রে জানা যায়, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নজরুল ও তার সাবেক স্ত্রী সুমনা বেগমের পুণরায় সম্পর্ক স্থাপনের জেরে এই হত্যাকাণ্ড ঘটে। ২০১৪ সালের ২১ ডিসেম্বর সুমনার পরকীয়া প্রেমিক নবী হোসেনকে জবাই করে হত্যা করা হয়। পরে মরদেহ ৬ টুকরা করে ভৈরবের কয়েকটি স্থানে লুকিয়ে রাখা হয়। একই দিন অজ্ঞাতনামাদের আসামি করে ভৈরব থানায় একটি মামলা করেন নিহত নবী হোসেনের স্ত্রী বিলকিছ বেগম। দন্ডপ্রাপ্ত আসামীরা হচ্ছেন, সুমনা বেগম ও তার সাবেক স্বামী নজরুল ইসলাম। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর দুই আসামি- আশরাফুল রাসেল ও মোহাম্মদ শরীফ মিয়াকে বেকসুর খালাস দিয়েছে আদালত। আসামী সুমনা এখনো পলাতক।