কীটনাশক ছিটিয়ে মাছ শিকারের অপরাধে সুন্দরবনের এলাকা থেকে ৮জন আটক
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৩১:২২ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২০
- / ১৫১৭ বার পড়া হয়েছে
কীটনাশক ছিটিয়ে মাছ শিকার করায় খুলনা দাকোপের সুন্দরবন এলাকায় থেকে ৮জন আটক করেছে পুলিশ।
দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার এস এম শফিউল্লাহ জানান, সুন্দরবনের খালে কীটনাশক ছিটিয়ে মাছ ধরার জন্য একদল শিকারি অবৈধভাবে সুন্দরবনে প্রবেশ করে। গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা শাখার সদস্যরা অভিযান চালিয়ে শ্রীনগরে কালাবগীর ভদ্রা নদীর খাল থেকে তাদের আটক করে। তারা কীটনাশক ছিটিয়ে মাছ শিকারের প্রস্তুতি নিচ্ছিল।পুলিশের উপস্থিতি টের পেয়ে ডিঙি নৌকো নিয়ে পালানোর চেষ্টাকালে আসামিদেরকে ডিঙ্গি নৌকাসহ আটক করা হয়।এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৪টি কাঠের তৈরি ডিঙ্গি নৌকা,১২শ’ ফুট মাছ ধরার জাল,মাছ মারার কীটনাশক,নৌকা হতে বিপুল পরিমাণ মাছ উদ্ধার করে।