কীর্তনখোলা নদীতে কার্গো ডুবির ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩৭:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০১৯
- / ১৬০৮ বার পড়া হয়েছে
বরিশালের কীর্তনখোলা নদীতে লঞ্চের সঙ্গে সংঘর্ষে কার্গো ডুবির ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিআইডব্লিউটিএ।
কিমিটিকে ৭ দিনের মধ্যে রিপোর্ট দিতে নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ। এরআগে, গেলো রাতে বরিশাল নৌ বন্দর এলাকায় কীর্তনখোলা নদীতে যাত্রীবাহী লঞ্চের সঙ্গে সংঘর্ষে ১২শ’ টন সিমেন্টের কাঁচামালবাহী কার্গো ডুবে যায়। এদিকে, উদ্ধারকারী জাহাজের সক্ষমতা না থাকায় মালিক পক্ষকে ১ মাসের মধ্যে কার্গোটি উদ্ধারের জন্য বলা হয়েছে। এরমধ্যে ডুবে যাওয়া নৌযান মালিক পক্ষ না তুললে সরকার অধিগ্রহণ করবে বলেও জানিয়েছেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যন। দুপুর ১টার দিকে বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমডোর এম মাহাবুবুল ইসলাম দুর্ঘটনা কবলিত লঞ্চ এমভি শাহরুখ-২ এবং নিমজ্জিত কার্গো হাজী মোহম্মদ দুদু মিয়া-১ পরিদর্শন করেন। সবশেষে তিনি উদ্ধারকারী জাহাজ নির্ভিকও পরিদর্শন করেন।