কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে
- আপডেট সময় : ১১:২১:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪
- / ১৬১৮ বার পড়া হয়েছে
বৃষ্টি আর উজানের ঢলে কুড়িগ্রামে ব্রহ্মপুত্র ধরলা, দুধকুমারের পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার সামান্য নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে তিস্তার পানি গত দুদিন বিপদসীমার উপরে থাকলেও আজ কিছুটা কমে বিপদসীমার ৭ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
ধরলা ব্রহ্মপুত্র ও দুধকুমার নদী তীরবর্তী নীচু এলাকার অনেক বসতবাড়ীর উঠানে পানি চলে এসেছে। এসব এলাকার অনেক কাচা সড়কে পানি উঠায় যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়ে পড়েছে। অনেকে বাঁশের সাকো বানিয়ে যাতায়াত করছেন।এছাড়া নদী তীরবর্তী কিছু কিছু বসতবাড়িতে পানি উঠায় গবাদী পশু আর আসবাবপত্র নিয়ে পার্শ্ববর্তী বাধে আশ্রয় নিয়েছেন তারা।
………….
নেত্রকোনায় উব্দাখালী নদীর পানি বিপদসীমার ৫৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত, বন্যার আশংকা কয়েকদিন থেমে থাকার পর নেত্রকোনায় আবারো টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কলমাকান্দার উব্দাখালী নদীর পানি বিপদসীমার ৫৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে ওই অঞ্চলে বন্যার আশঙ্কা করছে স্থানীয়রা। তবে অন্যান্য প্রধান নদীগুলোর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, এখন পর্যন্ত বাড়ি-ঘরে পানি প্রবেশ করেনি। তবে কিছু কিছু এলাকার গ্রামীণ সড়ক তলিয়ে গেছে। বন্যা মোকাবেলায় আশ্রয় কেন্দ্রসহ সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে।