কুড়িগ্রামে পানি কমার সাথে সাথে তীব্র হয়ে উঠছে তিস্তা নদীর ভাঙ্গন
- আপডেট সময় : ০১:১১:১৯ অপরাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪
- / ১৫৮৬ বার পড়া হয়েছে
কুড়িগ্রামে পানি কমার সাথে সাথে তীব্র হয়ে উঠছে তিস্তা নদীর ভাঙ্গন। গত কয়েকদিনে নদী গর্ভে বিলীন হয়েছে শতাধিক ঘর-বাড়ি, ফসলী জমি ও গাছপালা। মানবেতর জীবন কাটছে ভাঙ্গনের শিকার পরিবারগুলোর। অন্যদিকে, দু’একটি জায়গায় জরুরী ভিত্তিতে বালুর বস্তা ফেলে ভাঙ্গন ঠেকানোর চেষ্টা অব্যাহত রেখেছে পানি উন্নয়ন বোর্ড।
কুড়িগ্রামের তিস্তা নদীতে তীব্র স্রোতের সৃষ্টি হওয়ায় ভাঙ্গন প্রকট হয়ে উঠছে। ইতোমধ্যেই উলিপুর উপজেলার বজরা ইউনিয়নের সাদুয়া ধামারহাট এলাকার শতাধিক বাড়ী নদী গর্ভে বিলিন হয়েছে। সেই সাথে চর বজরা এলাকায় পাউবো’র স্পারটির একাংশ দেবে যাওয়ায় বালুর বস্তা ফেলে তা রোধ করার চেষ্টা করা হচ্ছে।
ভাঙ্গনের শিকার পরিবারগুলো সবকিছু হারিয়ে খুঁজে পাচ্ছেন না মাথা গোজার ঠাই টুকুও। মিলছে না সরকারী-বেসরকারী তেমন কোন সহযোগিতাও। এদিকে ভাঙ্গনের হুমকীতে থাকা পরিবারগুলোর দিন-রাত কাটছে মহা দু:চিন্তায়। ভাঙ্গন কবলিত এলাকায় জরুরী ভিত্তিতে কাজ করার পাশাপাশি স্থায়ী ভাঙ্গন প্রতিরোধে পরিকল্পনা গ্রহণের কথা জানালেন স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। শুধু আশ্বাস নয়, স্থায়ী ভাঙ্গন রোধে দ্রুত পদক্ষেপ নেবে সংশ্লিষ্ট বিভাগ এমনটাই প্রত্যাশা তিস্তা পাড়ের মানুষজনের ।