কুমিল্লা ও গাইবান্ধায় করোনার কারণে হাসপাতালে সেবা পাচ্ছে না অন্য রোগীরা
- আপডেট সময় : ০১:৫৪:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২০
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
করোনার কারনে কুমিল্লায় চিকিৎসা ব্যবস্থায় সংকট দেখা দিয়েছে। সরকারি কিংবা বেসরকারি হাসপাতালে গিয়ে কাঙ্খিত সেবা পাচ্ছে না সাধারণ রোগীরা। অন্যদিকে, করোনা আতংকে গাইবান্ধা সদর হাসপাতালে যাচ্ছে না রোগীরা। আর প্রাইভেট ক্নিনিক ও ডায়গোষ্টিক সেন্টারগুলোতে ঝুলছে তালা। এতে চরম বিড়ম্ববনায় সাধারণ রোগীরা।
কুমিল্লায় করোনা আতঙ্কে বেশির ভাগ প্রাইভেট হাসপাতালে ডাক্তার না থাকায়, রোগীরা ভিড় করছে সরকারী হাসপাতালে। রোগী ও তাদের স্বজনদের অভিযোগ, হাসপাতালে পাচ্ছেন না চিকিৎসা সেবা। অন্যদিকে রোগের উপসর্গ থাকলেও ব্যবস্থা না থাকায় ঠিকমত রোগ নির্নয় করতে পারছে না রোগীর।
বিশ্লেষকরা বলছেন, করোনা পরিস্থিতিতে রোগীদের কাঙ্খিত সেবা না পাওয়া দুঃখজনক। সরকারী হাসপাতালের সুযোগের সর্ব্বোচ্চ ব্যবহারের পরামর্শ দেন তারা।
সিভিল সার্জন বলছেন, সাধারন রোগীদের স্বাস্থ্য বিধি মেনে ঘরে থেকে চিকিৎসা নেয়ার পরামর্শ দেয়া হচ্ছে।
গাইবান্ধা সদর হাসপাতালে এক চিকিৎসক করোনায় আক্রান্ত থাকায় আতঙ্কে চিকিৎসা নিতে আসছে অনেক রোগীরা। আবার প্রাইভেট ক্লিনিকগুলোতে বিশেষঞ্জ চিকিৎসাকরা করোনার অজুহাতে আসছেন না। এতে চরম বিপাকে পড়েছে সাধারণ মানুষ।
মানুষের সেবায় চিকিৎসকদের এগিয়ে আসার আহবান জানান উপজেলা চেয়ারম্যান ।
জেলায় শতাধিক ডায়গোষ্টিক সেন্টার বন্ধের কথা স্বীকার করে ডায়গোষ্টিক এসোসিয়শনের সাধারণ সম্পাদক বললেন, ব্যক্তিগত নিরাপত্তার করনে বন্ধ রয়েছে প্রতিষ্ঠান।
করোনা আতঙ্কে হাসপাতালে সাধারন রোগী কম আসছে জানিয়ে সিভিল সার্জন জানান, চিকিৎসক উপস্থিতি ও সেবা নিশ্চিতে সচেষ্ট তারা।