কুমিল্লা সিটির নির্বাচনের বাকি আর দু’দিন

- আপডেট সময় : ০২:৪৩:২৩ অপরাহ্ন, রবিবার, ১২ জুন ২০২২
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচনী প্রচারণার আর মাত্র একদিন বাকি। সোমবার রাত ১২টার পর প্রার্থীদের প্রচার-প্রচারণা বন্ধ হয়ে যাবে। কুমিল্লা এখন উৎসবের নগরী। ভোটের বাকি আর মাত্র দু’দিন। বর্তমান ইসির অধীনে এটিই প্রথম ভোট। পাল্টাপাল্টি অভিযোগে চলছে প্রার্থীদের শেষ সময়ের প্রচারণা।
স্বতন্ত্র মেয়র প্রার্থী ঘোড়া প্রতীকের নিজাম উদ্দিন কায়সার নির্বাচনী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন। এতে তিনি নিরাপদ ও সম্প্রীতির কুমিল্লা গড়তে মেয়র পদে ভোট প্রার্থনা করেন। মেয়র নির্বাচিত হলে, আবাসন ব্যবস্থার দুর্নীতি বন্ধ, কিশোর গ্যাংসহ মাদক ও সামাজিক ব্যাধি নির্মূল এবং নৈতিক শক্তির পুনরুদ্ধারের প্রতিশ্রুতি দেন। এদিকে আওয়ামী লীগ দলীয় মেয়র প্রার্থী নৌকা প্রতীকের আরফানুল হক রিফাত নগরীর বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচারণায় উঠান বৈঠকে নগরীর দীর্ঘদিনের সমস্যা জলাবদ্ধতা ও যানজট নিরসনসহ সাবেক মেয়রের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশসহ ১১ দফা উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের ভোট প্রার্থনা করেন। নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই ভোটের হিসাব-নিকাশ বদলাচ্ছে কুমিল্লায়। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, কেউ নির্বাচন প্রভাবিত করতে চাইলে কঠোরভাবে দমন করা হবে।