কুমিল্লা সিটি নির্বাচনে প্রচারণায় ব্যস্ত সময় পার করেছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা
- আপডেট সময় : ০৬:৩৮:৪৯ অপরাহ্ন, সোমবার, ৬ জুন ২০২২
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
পাল্টাপাল্টি অভিযোগ ও প্রতিশ্রুতির মধ্য দিয়ে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে প্রচারণায় ব্যস্ত সময় পার করেছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। সকাল থেকেই প্রচারণায় নামে তিন মেয়র প্রার্থী। সারাদিন নগরীর বিভিন্ন স্থান ঘুরে ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।
আগামী ১৫ জুন কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন ঘিরে উৎসবের আমেজ বইছে নগরজুড়ে। সকাল থেকে রাত পর্যন্ত প্রার্থীরা ছুটছেন ভোটারদের বাড়ি- বাড়ি। নৌকা প্রতীকের প্রার্থী আরফানুল হক রিফাত সোমবার দুপুরে কুমিল্লা জজকোর্টে আইনজীবী সমিতির সদস্যদের সাথে মতবিনিয়ম করেন। এসময় তিনি অভিযোগ করেন, স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু ভদ্রতার সীমা ছাড়িয়ে গেছেন।
সাবেক মেয়র ও স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু, ১ নম্বর ওয়ার্ডের ভাটপাড়া এলাকা থেকে গনসংযোগ শুরু করেন। তিনি বলেন, ৯ বছর মেয়রের দায়িত্বপালনকালে কোন অভিযোগ ছিল না। নির্বাচন আসায় এখন অবান্তর কথা-বার্তা হচ্ছে।
আরেক স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার নগরীর ৩ নম্বর ওয়ার্ডের শাসনগাছা এলাকা থেকে প্রচারনা শুরু করেন। তিনি বলেন, ১১ বছর কুমিল্লাকে শোষন করেছে যারা, তাদের বিরুদ্ধে সব শ্রেণি-পেশার মানুষ আজ ঐক্যবদ্ধ।
এদিকে, ২৭টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীরা প্রচারণা চালাচ্ছেন। একাধিক দলে বিভক্ত হয়ে ঘুরছেন পাড়া-মহল্লা। নির্বাচনে ৫ মেয়র প্রার্থীসহ ১৪৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।