কুমিল্লার ঘটনার জেরে রাজধানীতে সংঘর্ষের ঘটনায় দুটি মামলা
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১৩:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৭ অক্টোবর ২০২১
- / ১৭৪০ বার পড়া হয়েছে
কুমিল্লার ঘটনার জেরে রাজধানীতে সংঘর্ষের ঘটনায় দুটি মামলা হয়েছে। পল্টন থানার এই মামলায় চার হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে। শুক্রবার পল্টনের নাইটিঙ্গেল মোড়ে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়।
শুক্রবার রাত ১২টার পর পল্টন ও রমনা থানায় মামলা দুটি করে পুলিশ। পুলিশ বলছে, মিছিলের নামে পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা দুটি করা হয়েছে। পল্টনের থানার মামলায় খেলাফত আন্দোলনের একাংশের আমির জাফরুল্লাহ খানসহ ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া ২ হাজার ৫০০ জনকে করা হয়েছে অজ্ঞাতনামা আসামি। অন্যদিকে, রমনা থানার মামলায় ১০ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ১ হাজার ৫০০ জনকে।