কুমিল্লার প্রথম নারী মেয়র হলেন তাহসীন বাহার
- আপডেট সময় : ১০:৪২:৫৯ অপরাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪
- / ১৭৮০ বার পড়া হয়েছে
বিচ্ছিন্ন ঘটনার মধ্যে দিয়ে কুমিল্লা ও ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শেষে চলছে ফলাফল ঘোষণা। দুই সিটিতে সকাল ৮টা থেকে ৪টা পর্যন্ত ইভিএমে ভোটগ্রহণ হয়। গণনাশেষে কুমিল্লায় তাহসীনা বাহার সূচনাকে মেয়র পদে বিজয়ী ঘোষণা করা হয়েছে।
ময়মনসিংহে শান্তিপূর্ণ নির্বাচন হলেও কুমিল্লার ভোটকেন্দ্রে গোলাগুলির ঘটনা ঘটেছে। এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর দুই সমর্থককে গুলি করার অভিযোগ উঠেছে। পরে পুলিশের স্ট্রাইকিং ফোর্স ঘটনাস্থলে এসে দুই পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। গুলিবিদ্ধ দু’জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এ ঘটনায় আবু সুফিয়ান অন্তু নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। সদর দক্ষিণ থানার ওসি আলমগীর হোসেন ভূঁইয়া বলেন, জিজ্ঞাসাবাদের জন্য অন্তু নামে একজনকে আটক করা হয়েছে। সংশ্লিষ্টতা পেলে তাকে গ্রেপ্তার দেখানো হবে।