কুমিল্লার রাস্তার দু’পাশে জমে থাকা আবর্জনায় বাড়ছে বায়ূ দূষণ ও অসুস্থ্যতার হার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৪৩:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর ২০২১
- / ১৭০৪ বার পড়া হয়েছে
কুমিল্লার চান্দিনা পৌরসভার নির্দিষ্ট জায়গা না থাকায় সড়কের পাশেই অবাধে ময়লা ফেলছে কর্তৃপক্ষ। সড়কের দু’পাশে বিশাল আবর্জনার স্তুপ জমেছে।এতে বাড়ছে বায়ূ দূষণ ও অসুস্থ্যতার হার। দ্রুত ময়লা অপসারনের দাবি জানিয়েছে সাধারণ মানুষ।
কুমিল্লার চান্দিনা উপজেলা সদর থেকে নবাবপুর পর্যন্ত এ সড়ক দিয়ে চলাচল করে অন্তত ৩০ গ্রামের ২০ হাজার মানুষ। সড়কের পাশেই পৌরসভার এমন অবৈধ ময়লার ভাগাড় থাকায় চরম ভোগান্তিতে পড়েছে বলে জানায় তারা।
এতে দীর্ঘমেয়াদী ক্ষতির শিকার হচ্ছে সাধারন মানুষ।নানা রোগ-বালাইয়ে আক্রান্ত হচ্ছে তারা। এখান থেকে দ্রুত ভাগাড় সরিয়ে নেয়ার দাবি জানিয়েছে পরিবেশবিদরা।
এটা আগের মেয়রের রেখে যাওয়া জঞ্জাল উল্লেখ করে, ভাগাড় স্থানান্তরের কথা জানিয়েছে কর্তৃপক্ষ।
ভাগাড়ের আবর্জনা গিয়ে পড়ছে পাশের কৃষি জমি ও জলাশয়ে। দূষিত পানিতে নষ্ট হচ্ছে জমির ফসল, মাছসহ জলজ প্রানী।