কুমিল্লায় অক্সিজেনের সিলিন্ডারের অতিরিক্ত দাম নেয়ার অভিযোগে জরিমানা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫৪:২৪ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২০
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
করোনা সংক্রমনের সময় চাহিদা থাকায় কুমিল্লায় অক্সিজেনের সিলিন্ডারের দাম অতিরিক্ত নেয়ার অভিযোগে ৩ টি দোকানকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত ।
নির্বাহী মজিষ্ট্রেট মোঃ আবু সাঈদ জানান, করোনাভঅইরাস সংক্রমে অক্সিজেন সিলিন্ডারের চাহিদা বেড়েছে। এছাড়া আসন্ন বাজট ঘোষনার আগেই এই চাহিদা মাথায় রেখে অক্সিজেনের অতিরিক্ত দাম রাখা হচ্ছে বলে আমরা গ্রাহকদের কাছ থেকে অভিযোগের প্রেক্ষিতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। এসময় ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নাজমুজ্জামান, রেব সিপিসি-২ এর কমান্ডার মেজর তালুকদার নাজমুস সাকিব, অতিরিক্ত পুলিশ সুপার মুহিতুল ইসলাম উপস্থিত ছিলেন।