কুমিল্লায় কাউন্সিলরসহ জোড়াখুনের মামলায় আরও দুই আসামি গ্রেপ্তার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:০৮:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১
- / ১৫৯৮ বার পড়া হয়েছে
কুমিল্লা সিটিতে ওয়ার্ড কাউন্সিলরসহ জোড়াখুনের মামলায় আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। পাঠানো হয়েছে তিনদিনের রিমান্ডে।
পুলিশ জানায়, সিসিটিভি’র ক্যামেরার ফুটেজ দেখে আসামী নাজিম ও রিশাতকে শনাক্ত করা হয়। হত্যায় ব্যবহৃত অস্ত্রের জোগানদাতা গ্রেফতার হওয়া রিশাত। দুপুরে কুমিল্লার জ্যেষ্ঠ বিচারিক হাকিম ১ নম্বর আমলি আদালতের বিচারক চন্দন কান্তি নাথ আসামীদের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। গেলো ২২ নভেম্বর বিকেলে কুমিল্লা নগরের পাথুরিয়াপাড়ায় থ্রিস্টার এন্টারপ্রাইজ কার্যালয়ে ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সোহেল এবং হরিপদ সাহাকে গুলি করে হত্যা করা হয়।