কুমিল্লায় চার বছরে হাজার হাজার অবৈধ গ্যাস-সংযোগ দিয়েছে কয়েকটি অসাধু চক্র
- আপডেট সময় : ০৫:২৯:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২০
- / ১৬০২ বার পড়া হয়েছে
কুমিল্লার বিভিন্ন উপজেলায় গত চার বছরে হাজার হাজার অবৈধ গ্যাস-সংযোগ দিয়েছে কয়েকটি অসাধু চক্র। অবৈধ সংযোগ ঠেকাতে এবার কঠোর অভিযানে নেমেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। গ্যাসের মেইন লাইন থেকে সংযোগ বিচ্ছিন্ন করছেন এবং বাড়ি বাড়ি গিয়ে গ্যাসের চুলা ও পাইপ জব্দ করার পাশাপাশি নগদ জরিমানা আদায় করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন, সংশ্লিষ্ট কর্মকর্তারা।
কুমিল্লার চান্দিনা উপজেলার নাওতলা এলাকায় নিম্নমানের পাইপ দিয়ে অন্তত আট কিলোমিটার এলাকায় দেয়া হয় অবৈধ গ্যাস সংযোগ। এককালীন ২০ থেকে ৩০হাজার টাকার পাশাপাশি, এসব সংযোগ বৈধ করার কথা বলে বাড়তি টাকা নেয় স্থানীয় দালাল শাহজাহান। এছাড়া, প্রতিটি সংযোগ থেকে গ্যাসের বিল বাবদ মাসিক পাঁচ’শ টাকা আদায় করতো দালাল চক্র। এসব চক্রের সদস্যদের বিচার দাবি করেছে সাধারন মানুষ।
পর্যায়ক্রমে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হবে বলে জানায়, বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি। অবৈধ সংযোগের সাথে জড়িত শাহজাহানসহ অনেকের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানান, এই কর্মকর্তা।
এর আগে, মেইন লাইন থেকে সংযোগ বিচ্ছিন্ন করা হলেও, রাঁতের আঁধারে পুন:সংযোগ দিত দালাল চক্র। এবার, সংযোগ বিচ্ছিন্ন করার সাথে সাথে গ্যাসের চুলাও খুলে নেয়া হচ্ছে বলে জানান, এই নির্বাহী ম্যাজিস্ট্রেট।
জরিমানার টাকা না দিলে, মামলা দেয়া হচ্ছে। আগামীতে, এসব অবৈধ সংযোগের সাথে জড়িতদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছে কর্তৃপক্ষ।