কুমিল্লায় ডাকাতি করতে গিয়ে বৃদ্ধাকে গলা কেটে হত্যার ঘটনায় ৪ আসামির যাবজ্জীবন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:০৬:০২ অপরাহ্ন, বুধবার, ১৭ নভেম্বর ২০২১
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
কুমিল্লার বুড়িচং উপজেলায় ডাকাতি করতে গিয়ে বৃদ্ধাকে গলা কেটে হত্যার ঘটনায় ৪ আসামির যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত।
দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়ার জজ প্রথম আদালত ও স্পেশাল ট্রাইব্যুনাল নম্বর ২’এর বিচারক হাবিবুর রহমান এ রায় দেন। জানা যায়, ২০১১ সালের ৪ সেপ্টেম্বর কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের শমেসপুর গ্রামের নিজ ঘর থেকে ছালেহা বেগম নামে এক বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার করে বুড়িচং থানার দেবপুর ফাঁড়ী পুলিশ। ঘটনার পরদিন ৫ সেপ্টেম্বর নিহতের মেয়ে শিল্পী আক্তার অজ্ঞাত ব্যাক্তিদের নামে বুড়িচং থানায় হত্যা মামলা দায়ের করেন। বিষয়টি তদন্তের পর খুনিদের শনাক্ত করে বিভিন্ন সময়ে পুলিশ ৪ জনকে গ্রেফতার করে।