কুমিল্লায় বসতঘরে আগুনে পুড়ে এক কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩৪:৩২ অপরাহ্ন, বুধবার, ২২ সেপ্টেম্বর ২০২১
- / ১৫২৪ বার পড়া হয়েছে
কুমিল্লার বুড়িচং উপজেলায় বসতঘরে আগুনে পুড়ে আলাউদ্দিন নামে এক কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
জানা যায়, কয়েকদিন আগে আলাউদ্দিনের মানসিক সমস্যা হওয়ায় তাকে শিকল দিয়ে ঘরে বেঁধে রাখা হয়েছিল। মায়ের কাছে ছিলো শিকলের তালার চাবি। আগুন লাগলে তার মা চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেনি। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে দুটি ঘর পুড়ে গেছে। এতে অন্তত ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। নিহত আলাউদ্দিন কালিকাপুর আব্দুল মতিন খসরু ডিগ্রি সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।