কুমিল্লায় ৪০ হাজার পিস ইয়াবাসহ দুই নারী গ্রেফতার

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৪৫:০৩ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২০
- / ১৬৯০ বার পড়া হয়েছে
কুমিল্লায় ৪০ হাজার পিস ইয়াবাসহ দুই নারীকে আটক করেছে পুলিশ।
লাগেজের ভেতরে শাড়ী ও কম্বলের ভাজে এসব ইয়াবা পাওয়া যায়। যার মূল্য প্রায় ১ কোটি ২০ লাখ টাকা। অভিনব কায়দায় ইয়াবা ট্যাবলেট পাচারকালে গেল রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার আলেখারচর মাতৃভান্ডার নামে একটি মিষ্টি দোকানের সামনে থেকে ওই দুই নারীকে আটক করা হয়। আটককৃতরা হলো, সিলেটের বিশ্বনাথ উপজেলার মোল্লারগাঁও গ্রামের মোহাম্মদ দোলন মিয়ার স্ত্রী সুমী আক্তার এবং ওসমানীনগর উপজেলার পুরানসতপুর গ্রামের সুরুজ আলীর স্ত্রী লিপি বেগম। সকালে পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে আটকের বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম।