কুমেক কোভিভ ডেডিকেটেড হাসপাতাল হিসাবে রুপান্তরিত হচ্ছে
- আপডেট সময় : ০৪:০১:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২০
- / ১৫৩১ বার পড়া হয়েছে
কুমিল্লা ৫শ শয্যার মেডিকেল কলেজ হাসপাতালকে কোভিভ ডেডিকেটেড হাসপাতাল হিসাবে রুপান্তরিত করা হচ্ছে। জেলার ১৭টি উপজেলাসহ কুমিল্লা ও নোয়াখালীর ৬ জেলার করোনা রোগীরা এই হাসপাতালটিতে চিকিৎসা সেবা নিতে পারবেন। আগামী কয়েক দিনের মধ্যেই হাসপাতালটি করোনা চিকিৎসার উপযোগী করে চালু করা হবে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে এখন পুরোদমে চলছে সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই, ভেন্টিলেটার, আইসিইউ বেড সংগ্রহ ও বিভিন্ন যন্ত্রপাতি স্থাপনের কাজ। করোনা মহামারীকে জয় করতে চায় নতুন নিয়োগকৃত চিকিৎসকরা। আর উদ্যোগকে স্বাগত জানিয়ে দ্রুত কাজ শেষ করে হাসপাতালটি চালুর দাবি সাধারণ মানুষের।
করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় সাধারণ মানুষের কথা চিন্তা করে, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালকে করোনা হাসপাতাল হিসেবে ঘোষণা করেছেন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি।
করোনা রোগীর সেবায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রস্তুত রয়েছে সাড়ে ৩শ’ ডাক্তার এবং ৩শ’ ৭০ জন নার্স। পূর্নাঙ্গ সেবা দেয়ার প্রতিশ্রুতি নিয়ে হাসপাতালটি চালু হচ্ছে বলে জানালেন পরিচালক।